সব শেষ হয়নি ভালো
- এইচআর হাবিব রহমান

মানুষ ছিল মানুষ আগে, ছিল বিবেক–লাজ,
এখন কেবল অর্থের দাস, স্বার্থই সকল কাজ।
হৃদয়ে দয়া শুকিয়ে গেছে, চোখে নেই আর জল,
অন্যায়ের ভিড়ে নীরবতা আজ সবচেয়ে বড় বল।
টাকা আজ ঈশ্বর হয়েছে, সত্য হয়েছে মিথ্যা,
মূল্য হারায় ন্যায়–নীতি, ভেঙে পড়ে শিক্ষা।
মানবতা আজ পরবাসী, রাস্তায় পড়ে থাকে,
অমানুষের রাজত্বে আজ মানুষ বড় ফাঁকে।
ছিল যে দিন সহমর্মী, ছিল বিশ্বাস–ডোর,
আজ সেই দিন গল্প হয়ে পড়ে পুরোনো ঘোর।
তবু যারা মানুষ হয়ে আঁধারে জ্বালে আলো,
তারাই ভবিষ্যৎ লেখে—সব শেষ হয়নি ভালো।


১৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।